সদরঘাটে ৫ জনের মৃত্যুতে আটক ৫, তদন্তে তিন সদস্যের কমিটি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ছিঁড়ে আসা রশির আঘাতে একই পরিবারের তিনজনসহ পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আটক করা হয়। এদিকে দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  
পাঁচজন আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ। তিনি বলেন, ওই পাঁচযাত্রী নিহত হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে এমভি তাশরিফ-৪ ও এমভি ফারহান-৬ লঞ্চের চার চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন- নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো: আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো: কবীর হোসেন।কমিটিকে সদরঘাটে দুর্ঘটনা হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

#