 
                             
                                            
                                                                                            
                                        বরিশালের বানারীপাড়া-স্বরূপকাঠি রোডে সদর ইউনিয়নের মাছরং এলাকায় ঢাকা থেকে আসা সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮৫৬৫) চাপায় নাসির উদ্দিন নামের (৪৮) একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে স্বরূপকাঠিগামী সাকুরা পরিবহনের একটা গাড়ি মাছরং এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসির উদ্দিন নিহত হয়।
নিহত নাসির বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের নরত্তনপুর এলাকার বাসিন্দা আব্দুল গাফফারের ছেলে।