মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ৩ জনের ২ মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজের ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা হলেন মোহাম্মদ জুয়েল (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫)। এখনও রাজুর ছেলে রামিন আরিদ (১৬) নিখোঁজ রয়েছে।

জানা যায়- বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে। এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে এরইমধ্যে প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু হবে।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম রয়েছে। উদ্ধারকাজের প্রস্তুতি চলছে।

#