‘ইরানের হামলা ইসরায়েলের কৌশলগত জোট সৃষ্টির সহায়ক’

:
প্রকাশ: ২ years ago

ইসরায়েল মনে করে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পর তাদের একটি কৌশলগত জোট গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানের এই গুরুতর হুমকির বিরুদ্ধে আমাদের একটি কৌশলগত জোট প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ ও তাদের পারমাণবিক বিস্ফোরক প্লান্ট স্থাপন একটি গুরুতর হুমকি হতে পারে।
ইসরায়েলের দিকে ছোড়া এ ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান তাদের সহায়তা করেছে।

প্রসঙ্গত, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েল একজন শীর্ষ ইরানি কমান্ডারকে হত্যা করে। এ হত্যার দুই সপ্তাহ পরে ইরান ইসরায়েলে এ প্রতিশোধমূলক আক্রমণ করে।

সূত্র : দ্য গার্ডিয়ান

#