ইসরায়েলে হামলার কারণ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সায়্যিদ ইরাভানি ।
গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানি বলেছেন, তাঁর দেশের স্বাভাবিকভাবেই আত্মরক্ষার অধিকার রয়েছে। আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে।
ইরানি দূত আরও বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার উল্লেখ করে এ কথা বলেন তিনি।