ইরানের হামলার জবাব দিতে তৃতীয়বারের মতো মিটিংয়ে ইসরায়েল

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ years ago

ইসরায়েলের যুদ্ধসংক্রান্ত কেবিনেট আজ মঙ্গলবার ইরানের হামলার তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ইসরায়েল। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে আরও বর্ধিত উত্তেজনা এড়নোর আন্তর্জাতিক চাপ থাকার পরেও ইরানের প্রথম সরাসরি এ হামলার প্রতিক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয়বারের মতো ইসরায়েলের যুদ্ধসংক্রান্ত ক্যাবিনেট মিটিংয়ে বসছে।
ইসরায়েলের মিলিটারি চিফ অফ স্টাফ হারজি হালেভি প্রতিজ্ঞা করে বলেন, শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে ইরান থেকে তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ‘জবাব দেওয়া হবে’, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সূত্র : রয়টার্স

#