ইসরায়েলে ইরানের হামলার পর আজ সোমবার (১৫ এপ্রিল) ব্রিটিশ ঋষি সুনাক ‘সব পক্ষকেই সংযম দেখানোর’ আহ্বান জানিয়েছেন। হাউস অফ কমন্সে তার বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ এবং কীভাবে উত্তেজনা রোধ করা যায় তা নিয়ে আলোচনার আহ্বান জানান বেনিয়ামিন নেতানিয়াহুকে। করবেন।
তিনি বলেন, ইরান ‘মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংকটের মধ্যে নিমজ্জিত করার’ চেষ্টা করেছে। এবহামলার গতিপ্রকৃতি ছিল ‘নজিরবিহীন’। সুনাক ‘কিছু সংখ্যক ইরানি ড্রোন’ ধ্বংস করার জন্য আরএএফ-এর প্রশংসা করে বলেন, যুক্তরাজ্য ‘আমাদের অংশীদারকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তা, নজরদারি এবং পুনরুদ্ধার সহায়তা’ প্রদান করেছে। অপরদিকে, যুক্তরাজ্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (IRGC)কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ক্রমবর্ধমান আহ্বানকে প্রতিহত করছে।
সূত্র : দ্য সানডে টাইমস