টাইগারদের স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার মুশতাক আহমেদ। আজ মঙ্গলবার এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। ওই টুর্নামেন্ট পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই পাক ক্রিকেটারের।

#