দুবাইতে ২২ এপ্রিল পৌঁছবে এমভি আবদুল্লাহ

:  দুবাই (ইউএই) প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে
এম ভি আবদুল্লাহ

দুবাইয়ের পথে থাকা এমভি আবদুল্লাহ এখনও সাগরের ঝুঁকিপূর্ণ অংশে থাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজটি আগামী ২২ এপ্রিল দুবাইর আল হামরিয়া বন্দরে পৌঁছবে । এদিকে নতুন করে জলদস্যুদের হামলার শিকার না হতে প্রয়োজনীয় সবরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কয়লাবাহী এ জাহাজটি।

গত রোববার দুপুরে এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেওয়া ফেইসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। গতকাল সোমবার বিকেলে ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা মিশন তাদের টুইট বার্তায় এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে এগিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে। নিরাপদ এলাকায় না পৌঁছা পর্যন্ত ইইউএনএভিএফওআর-এর যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

সোমালি উপকূল পেরিয়ে এডেন উপসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে এমভি আবদুল্লাহ। এর মধ্যে এডেন উপসাগর পর্যন্ত সাগর নিরাপদ নয়। এছাড়া সমুদ্র পথে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নকারী এবং ঝুঁকি হ্রাসে পরামর্শদাতা এমব্রেই গার্ডিয়ান সার্ভিস নামের যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের সেবা নিয়েছে জাহাজের মালিক পক্ষ। আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছা পর্যন্ত জাহাজটির চারপাশে কোনো ঝুঁকি থাকলে তা ক্যাপ্টেনকে জানাবে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ১২ মার্চ যখন এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে। এর ৩২ দিন পর ১৩ মার্চ দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দেয়। এরপর দুবাইয়ের উদ্দেশে রওনা হয় জাহাজটি।

#