ইরানের সঙ্গে শত্রুতা বৃদ্ধি চায় না যুক্তরাষ্ট্র

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বৃদ্ধি চায় না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে আজ সোমবার বৈঠক করেন ব্লিঙ্কেন। বৈঠকের শুরুতে তিনি বলেন, ‘আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইসরায়েল এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় আমাদের সমর্থন অব্যাহত রাখব।’ তিনি ইরানের কর্মকাণ্ডকে ‘নজিরবিহীন’ উল্লেখ করেন।

সূত্র : রয়টার্স 

#