কীভাবে নিজেকে রক্ষা করা যায় সে সম্পর্কে ইসরায়েল তার নিজস্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিমা দেশগুলো ইরানের আক্রমণের জবাব জনাতে সংযমের অনুরোধ করলে তিনি এমন মন্তব্য করেন।
অপরদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ সকলেই ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা বিবেচনায় নিয়েছে।
জার্মান এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ইস্যু ও ইরানের হামলার বিষয় নিয়ে ইসরায়েলে অবস্থান করছেন। গাজার যুদ্ধাবস্থা ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ নতুন করে আঞ্চলিক সংঘাতে পরিণত না হতে পারে, তার সমন্বয় করার জন্য এ দুই মন্ত্রী ইসরায়েলে সফরে গেছেন।নেতানিয়াহুর অফিস অ্যানালেনা বেয়ারবক এবং ডেভিড ক্যামেরনকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলকে পক্ষে থাকার জন্য ও সমর্থন দানের জন্য। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েল রাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।’
সূত্র : রয়টার্স