গুলি ছোঁড়ার পাঁচদিন পরে মুম্বাই ছাড়লেন সালমান খান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

গুলি ছোঁড়ার পাঁচদিন পরে মুম্বাই ছাড়লেন সালমান খান। অবশ্য সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে। অবশ্য এই ঘটনার প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেলনি বলিউড ভাইজান। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, এই ঘটনায় খুব একটা বিচলিত নন সালমান খান। এর মাঝেই শুক্রবার মুম্বই ছাড়লেন অভিনেতা।

শোনা যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছেন অভিনেতা। তাঁর শরীরচর্চার ব্র্যান্ড ‘বিইং স্ট্রং’-এর কাজেই সেখানে যাচ্ছেন। এদিন অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট ও সানগ্লাস। বিমানবন্দরের বাইরে উপস্থিত আলোকচিত্রীদের দূর থেকে মাথা নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। অভিনেতা বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরা পৌঁছে যান। সলমন ঢুকতেই এগিয়ে যান তিনি।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছেন,সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে শুধুই ভয় দেখাতে চেয়েছিলেন, খুন করতে চাননি। এদিকে মে মাস থেকে শুরু হবে অভিনেতার ‘সিকন্দর’ ছবির শুটিং।

 

সূত্র : আনন্দবাজার

#