ঢাকায় চীনা ভিসা সেন্টার চালু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

চীনে বাংলাদেশি নাগরিকদের নির্বিঘ্নে ভ্রমণের সুবিধার্থে  গতকাল ঢাকায় চীনা ভিসা সেন্টার (সিভিসি) চালু করেছে চীনা দূতাবাস  ।
ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, সিভিসি সেন্টার যথাযথভাবে ভিসার আবেদন গ্রহণ এবং আবেদনকারীদের সাইটে অভ্যর্থনা, আবেদনের উপকরণ গ্রহণ, পাসপোর্ট এবং বৈধকরণের নথি প্রদান এবং প্রশ্নোত্তর পরিষেবা প্রদান করবে।
বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে চীনের ১০৩টি সিভিসি রয়েছে।

#