এম ভি আবদুল্লাহ আরব আমিরাতে উপকূলে

: দুবাই (ইউএই) প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করছে। জাহাজটি হরমুজ প্রণালি হয়ে আগামীকাল রোববার আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
কাল রোববার বিকেল চারটায় জাহাজটি আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।
জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিক উড়োজাহাজে করে দেশে ফেরবেন। আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফেরবেন, এখন পর্যন্ত এমটাই কথা রয়েছে।

#