শিব নারায়ণ দাসের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় পতাকার ডিজাইনার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। মানুষের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে তার দেহটি দান করা হয়েছে বলে তার ছেলে অর্ণব আদিত্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানুষের কল্যাণের কথা চিন্তা করেই মূলত এটা করা হচ্ছে। আর সন্ধ্যানীতে চক্ষু দান করা হয়েছে। আশা করি আমার বাবার চোখ দিয়ে অন্য কেউ দেখতে পারবে।

শিব নারায়ণ দাশের ভগ্নিপতি অরুণ চৌধুরী জানান, মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে চক্ষুদান করার নির্দেশ দিয়েছেন তিনি। আর শরীরের বাদবাকি অংশ দান করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এমন নিভৃতচারী মৃত্যুহীন মানুষটি বেঁচে থাকবেন বাঙালির অন্তরে। বেঁচে থাকবেন ইতিহাসের অংশ হয়ে।

#