পেশাদার চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

ঈদের মাস দুয়েক আগে জামিনে এসে ফাঁকা বাসায় চুরির অভিযোগে পেশাদার চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মিরাজ হোসেন,  মামুন, সায়মন, অমিত হাসান ইয়াসিন, বরুন, হাসিনা বেগম এবং জামিলা খাতুন হ্যাপি।

গতকাল শনিবার (২০ এপ্রিল) চকবাজারের ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে চকবাজার মডেল থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে গলানো স্বর্ণসহ বেশকিছু চোরাই স্বর্ণালংকার ও একটি মুঠোফোন উদ্ধার করে থানা পুলিশ।

আজ রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান।

#