বানারীপাড়ায় যুবকের আত্মহত্যা

: বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে

বানারীপাড়ায় সৈয়দকাঠির ইউপির পূর্ব সৈয়দকাঠি গ্রামে বাড়ির আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে। জহিরুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।  

জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে জহিরুল ইসলামকে বাড়ির আমড়া গাছের সাথে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো মাইনুল ইসলাম জানান, ইউডি মামলা নিয়ে জহিরুলের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

#