প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।

আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীয় অংশ নেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

#