মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।