‘জলবায়ুর বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগের কবলে পড়া মহাদেশ এশিয়া। গতবছর মহাদেশটিতে বন্যা ও ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩ সালে এশিয়ায় ৭৯টি দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি দুর্যোগ ছিল বন্যা এবং ঝড়ের সঙ্গে সম্পর্কিত। এতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্যানুসারে, এশিয়ার উষ্ণতা বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত বাড়ছে। গত বছর পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া এবং পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ার উচ্চ পর্বত অঞ্চলের বেশির ভাগ হিমবাহ রেকর্ড ভাঙা উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক অবস্থার কারণে উল্লেখযোগ্য ভর হারিয়েছে।

#