তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

আজ বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন এই তিন  নিয়োগ পাওয়া বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাড়াল আটজনে।

সদ্যনিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

#