সাজেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে এক দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। আহত হয়েছেন আরও ৬ শ্রমিক।  ঘটনাস্থলেই ৫ জন এবং হাসপাতালে নেওয়ার আরও একজনের মৃত্যু হয়।  স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে, সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

আজ বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শ্রমিকরা কাজ শেষে ফেরার পথে উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

সাজেক ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি যারা গাড়িতে ছিল সবাই সীমান্ত সড়কের কাছে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু-নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, ওই গাড়িতে মোট ১৭ জন শ্রমিক ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করেছে।

#