চীনে তিন দিনের সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরের শেষদিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বেইজিংয়ের ক্যাভারনস গ্রেট হল অব দ্য পিপলে এ দুই নেতা বৈঠক করেন।
দুই দেশের মধ্যে কঠিন সম্পর্ক স্থিতিশীল করতে ও যোগাযোগ প্রসারিত করতেই সফর করেছেন ব্লিংকেন। শি ব্লিংকেনকে বলেন, চীন একটি আত্মবিশ্বাসী, উন্মুক্ত ও সমৃদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়। আশা করি, যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নকে ইতিবাচক দৃষ্টিতে দেখবে।
ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ রেখা বজায় রাখতে এবং সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।