শামীম আরা জামান-এর দুটি কবিতা

: কালস্রোত ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

১. অসুখী সুখ

স্বপ্নের মধ্যে জেগে থেকে ঘুমাই জাগরণে

জয়ী হতে হতে আসলে আমরা দ্বিধা নিয়ে বাঁচি,

সার্থকতা নামক ব্যর্থতার পিছু ছুটতে ছুটতে

চাকচিক্যের মোড়ানো রাংতায় চারপাশ থেকে

ক্রমেই অসুখী সুখ কিনি।

গভীরতার চেয়ে গভীর পাতালসম মানুষের মন

তার শেকড়ের সন্ধানে কেটে যায় সারাটা জীবন।

জ্বালায়-পোড়ায়, অতৃপ্তির সহোদর, ভেতরের আগুন

চাওয়া পাওয়ার হিসেবে দেখেনা কোন মেলবন্ধন

সমস্ত উচ্চতার শিখরে তাকিয়েও যেন মন  দিশাহীন।

জীবনবোধর আড়ালে শুধু দীর্ঘশ্বাস ফেলে

নিজেকে ঠকিয়ে কেবলি পড়ি হাসির মুখোশ,

বার বার মরে যেতে যেতে, আবার বেঁচে উঠি।

এখনো রয়েছে সঞ্জীবনী প্রেরণায় শুদ্ধ বাতাস

এই ভেবে জীবনের কাছে আছে তো কিছু দাবি।

২. অবেলা

এই অবেলায়, সময় গড়ায়

নিয়তির মতোই আলো-ছায়ায়।

স্বপ্ন ঋণের আবেদন না ফুরায়

হার-জিতের জীবন খেলায়।

স্বার্থের সংঘাত চলে দেয়া-নেয়ায়

নিয়মের বেড়াজালে মানুষ অসহায়।

চলার বাঁকে বাঁকে চাহিদা বদলায়

শুধু আটকে থাকে গ্লানি -পরাজয়।

প্রকৃতি খেলে যায় রঙের ছোঁয়ায়

তবুও কেটে যায় পৃথিবীর সময়।

ফেলে আসা সময় অনন্য, স্মৃতিময়

মনে হয় জীবন কতটা মায়াময়।

সময় গড়ায় এই অবেলায়

সাঁজের মায়ায়, জীবন স্বপ্নময়।

#