সোমালি জলদস্যুদের থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবে আগামীকাল রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।
তিনি জানান, আজ শনিবার (২৭ এপ্রিল) দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে পণ্য লোড করা শেষ হয়েছে। কাল রোববার সকালে জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন। আশা করা যায়- মে মাসের মাঝামাঝিতে এমভি আবদুল্লাহ দেশে পৌঁছবে।