১. মোহমায়া
আদতেই কিছুতেই কিছু নেই,
এই যে সকল চাওয়ার মায়া একটা সময় পর
কর্পূর হয়ে উবে যায়।
নিভে যায় দিয়া
আশা জাগানিয়া শলতে নিয়ে,
ধোঁয়ার ধূসরতায় মিশে।
সবই ঠুনকো মিথ্যে ধূম্রজালের মোহ
ঝড়ো হাওয়ায় মাদকতার শিহরণ হয়ে আসে,
ক্ষণিকের নিছক ভালো লাগায়
মোহ এবং মায়া
সবই অন্ধকার মনের অস্থায়ী ছায়ার প্রতিবিম্ব…!
২.অচেনা প্রীতি
চিনেছি বলে, যতবার চোখ বন্ধ করেছি ;
ততবার অপরিচিত দরজায় গিয়ে কড়া নেড়েছি,
মুঠোবন্দি হাতে সুস্পষ্ট স্পর্শ
অচেনার লেবাস জড়িয়ে রাখে,
তাহার নিঃশ্বাসে ঘ্রাণ পাই
অন্য কারো গরম শ্বাসের।
দৃষ্টির কোলাজে বার বার দেখেছি তাহাদের
যাহাদের পশমের গোড়ায় লেগে আছে
তাহার ঘামের সুবাস,
আঁখিযুগলে দেখেছি তাহাদের জন্যে
সীমাহীন প্রেমের পিয়াস।
তবু কাঙাল হৃদয়
তাহার সংক্ষিপ্ত ভালোবাসায় ;
অস্তিত্বের ছায়া খুঁজতে গিয়ে
জোনাকির ন্যায় জ্বলে উঠে নিভে নিভে যায়।
ফুরিয়ে গেছে আত্মায়
ছায়ার সীমানা যেখানে শেষ,
দমের কারিকুলামে তাহার সঙ্গে হয়েছে
ভাব জগতে সহবাস…!