বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডালমারা গ্রামে এই দুঘটনা ঘটে। নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি  নিশ্চিত করেছেন।
বাকেরগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে।

#