উত্তাপ ছড়াচ্ছে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন

: মো. জিয়াউল আলম, বরিশাল ব্যুরো
প্রকাশ: ৮ মাস আগে

আগামী ৮ মে প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈশাখের এই তীব্র তাপদাহের সঙ্গে এই নির্বাচনও গরম উত্তাপ ছড়াচ্ছে বাকেরগঞ্জের সর্বত্রই।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব আহম্মেদ তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, এ এম মেজবা উদ্দিন জুয়েল ও ফিরোজ আলম খান।


তবে এরই মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান নিজের মনোনয়ন প্রত্যাহার করে কাপ-পিরিচ মার্কার রাজিব তালুকদারকে সমর্থন দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, শাহবাজ মিয়া, কামরুল হোসেন ও আব্দুস সালাম মল্লিক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম ও জাহানারা বেগম।
বাকেরগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া উপজেলা চেয়ারম্যান পদে কাপ -পিরিচ মার্কার রাজিব তালুকদার এবং ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কার সাইফুল ইসলাম ডাকুয়াকে সমর্থন দিয়েছেন।
এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


তবে বরিশাল-৬ আসনের বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিকের ভাই আব্দুস সালাম মল্লিক সর্বোচ্চ হাইকমান্ডের সেই নির্দেশনা উপেক্ষা করে এখনো ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে উপজেলায় আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

#