আয়ারল্যান্ডে নজরুলকে স্মরণ

: ডাবলিন (আয়ারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে

আয়ারল্যান্ডের ডাবলিনে এডামসটাউন কমিউনিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ২৭ এপ্রিল এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বিশেষ এই সভাটির আয়েজন করেন ড. বিলাল হোসেন ও ড. লুবনা আহমেদ। 

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ডাবলিন সভাপতি মো. মোস্তফা, অমর একুশে বইমেলা আয়ারল্যান্ড-এর প্রধান সংগঠক  সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট ও কবি সাজেদুল চৌধুরী রুবেল, বাংলাদেশ কমিউনিটি ডাবলিন সেক্রেটারি শাহাদাত হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শায়লা শারমীন নিপা, কবি মামুন আলম , ক্যানসার বিশেষজ্ঞ ও লেখক ড. আরমান প্রমুখ।

এরপর কবি নজরুলের জীবনের শেষ চিঠি পাঠ করেন আবৃত্তিশিল্পী মাহবুব কবীর,আবৃত্তি করেন সাজিদুল চৌধুরী রুবেল, শ্যামল হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান,  লুবনা আহমেদ রন্টি চৌধুরী, দিলীপ বড়ুয়া,  মাহফুজুল হক, নাসিম মাহমুদ। নিজের আত্মজীবনী থেকে কয়েকলাইন পড়ে শোনান ড. আরমান রহমান এবং নজরুলগীতি গেয়ে শোনান মাহবুব কবীর।

#