পটুয়াখালীতে ভেসে আসল টর্পেডো

:
প্রকাশ: ৮ মাস আগে

পটুয়াখালীর রাঙ্গাবালীর মীরকান্দা গ্রামের ভাঙা খালে ভেসে আসা টর্পেডোসদৃশ একটি ‘ডামি টর্পেডো’। সাবমেরিনের প্রশিক্ষণ বা প্র্যাকটিস ড্রিল চলাকালীন সময়ে এধরনের ডামি টর্পেডো ব্যবহৃত হয়। এ নিয়ে ভয়ের কিছু নেই বা এটি বিস্ফোরক নয় বলে জানিয়েছে নৌবাহিনীর পায়রা বন্দরসংলগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাঁটির একটি দল।

বানৌজা শেরেবাংলা নৌঘাঁটির সাব-লেফটেন্যান্ট আবদুল আলিমের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার (২৯ এপ্রিল) সকালে টর্পেডোটি শেরেবাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হবে।

গতকাল রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামসংলগ্ন ভাঙা খালে টর্পেডো ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৌডুবির মীরকান্দা খালের ভেতর চলে আসে। ওই খালের সঙ্গে সমুদ্রেরও সংযোগ রয়েছে। টর্পেডো দেখতে অনেকটা মিসাইলের মতো হওয়ায় এটিকে ক্ষেপণাস্ত্র বলেই ধারণা করেন স্থানীয়রা। কৌতূহলী হয়ে অনেকে ভিড় জমালেও এটিকে বিস্ফোরক ভেবে তারা দূরত্ব বজায় রাখেন।

সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন বা ভাসমান যুদ্ধজাহাজ ধ্বংস করতে টর্পেডো ব্যবহার করা হয়। কোনো সাবমেরিন যখন টর্পেডো নিক্ষেপ করে, তখন তা লক্ষ্যবস্তুর সংস্পর্শে গেলে বিস্ফোরিত হয়।

#