২১ বছর পর হত্যা মামলার রায়, ১৯ জনের যাবজ্জীবন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

২১ বছর পর জয়পুরহাটে এক হত্যা মামলার রায় দিয়েছেন আদালত।  জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যায় ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হরেন্দা গ্রামের বাসিন্দা মৃত কফিল উদ্দিনের ছেলে আলম, আ. সাত্তারের ছেলে দোলা, ওসমান, কোরমান, আ. গফুরের ছেলে আজাদুল, খলিল আকন্দের ছেলে লাবু, বাবু, আমিনুর, মৃত বিরাজ উদ্দীনের মন্ডলের ছেলে ফারাজ মন্ডল, সুন্নত আলীর ছেলে শুকটু, মৃত নায়েব আলীর ছেলে উকিল, ভরসা আকন্দের ছেলে দুলাল, আলতাফ আলীর ছেলে আলীম, নজরুল, আ. গফুরের ছেলে সাইদুল, ভরসা আকন্দের ছেলে সানোয়ার, আ. ছাত্তার প্রধানের ছেলে সাইফুল, কফিল উদ্দীনের ছেলে কালাম ও সুলেমান আকন্দের ছেলে জহুরুল।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান, শাহজালাল ছিদ্দিকী ও সোহেলী পারভীন সাথী।

#