আ. লীগের দপ্তর সম্পাদকে সিলিকন ভ্যালি যুবলীগের ফুলেল শুভেচ্ছা

: মোহাম্মদ আলী যোহেব
প্রকাশ: ৮ মাস আগে

সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে আমন্ত্রিত সম্মানিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে গত ২৭ এপ্রিল ফুলেল শুভেচ্ছা জানান ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি আওয়ামী যুবলীগ নেতা আহ্বায়ক মো. নজরুল ইসলাম এবং অন্যান্য যুবলীগ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ক্যালিফোর্নিয়া স্টেট আ. লীগের সভাপতি শফিকুর রহমান, যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সুবর্ন নন্দী তাপস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ বরিশাল শাখার দপ্তর সম্পাদক ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবদুল কাদের প্রমুখ।

#