দ্বিতীয় ধাপে বিএনপির ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

দলীর সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এবার একযোগে ৬৬ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাঁদের দু–এক দিনের মধ্যেই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দলের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন।

বিএনপি এখন যে ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের ভোটে রয়েছেন। দলের নির্দেশনার পরও তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেননি।
এর আগে প্রথম ধাপের ভোটে প্রার্থী থাকায় দল থেকে তৃণমূলের ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দুই ধাপে বিএনপির নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১।

#