দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে

:
প্রকাশ: ১১ মাস আগে

টানা কয়েক দিনের তাপপ্রবাহ শেষে অবশেষে দেশে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি হতে পারে। 
আজ বুধবার (১ মে) সকালে আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আগামীকাল দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কমতে পারে তাপমাত্রা।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আর পরবর্তী ৫-৬ দিন দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্র ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ।

#