অভিনয়শ্রমিক শাবনূর !

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

গতকাল ছিল মহান মে দিবস। বিশ্বজুড়ে পালিত হয়েছে দিবসটি। শ্রমিক দিবস ঘিরে বক্তব্য দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। দিনটি ঘিরে সোচ্চার ছিলেন ঢালিউডের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর।

মে দিবসে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন শাবনূর। লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

#