মিল্টন সমাদ্দারের নামে তিন মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

ফেসবুকে আলোচিত ও চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) ঢাকার মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিলটন সমাদ্দারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। আর সাধারণ মানুষের করা দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার (১ মে) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ তাকে গ্রেফতারে কথা জানান।
#