বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ মে) দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় দুপুরে লাগা আগুন নেভাতে কাজ করছে বন বিভাগ ও গ্রামবাসী। ওই আগুন প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে। তবে বনের ভেতর কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব গণমাধ্যমকে বলেন, বনের মধ্যে ধোঁয়া দেখার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সুন্দরবন সংলগ্ন নিশানবাড়ীয়া ইউপি সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাড়ির খাড়িরছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব গণমাধ্যমকে বলেন, বনের মধ্যে ধোঁয়া দেখার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।