বরিশাল সিটিতে ৭৯৭ কোটি টাকার উন্নয়নকাজ শুরু

: মো. জিয়াউল আলম, বরিশাল
প্রকাশ: ১১ মাস আগে

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এই কাজের উদ্বোধন করেন।

বিসিসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১৮টি প্যাকেজে ২৬৭ কোটি টাকার সড়ক ও ড্রেনেজ নির্মাণ শুরু হয়েছে। এসব প্রকল্পের মধ্যে গতকাল নগরের নথুল্লাবাদ শেরে বাংলা সড়কের একটি প্যাকেজে ১৩টি সড়ক সংস্কার এবং একটি ড্রেনেজ বাবদ সাড়ে ১৬ কোটি টাকার কাজের উদ্বোধন করেন মেয়র খোকন। ৮ দশমিক ৪২ কিলোমিটারের সড়কটিতে ৫৩৮ মিটার ড্রেন রয়েছে।

কাজের উদ্বোধনকালে মেয়র খোকন বলেন, প্রধানমন্ত্রীর এই বরাদ্দের কাজ শুরু হওয়ায় নগরীতে উন্নয়নের ধারা শুরু হয়ে গেল। এর সুফল অচিরেই নগরবাসী পাবেন।

বিসিসির নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, প্রধানমন্ত্রীর বরাদ্দের ৭৯৭ কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে ১৮টি প্যাকেজে ২৬৭ কোটির কাজ শুরু হয়েছে। এতে নগরের ১৬১টি সড়ক ও ৪৭টি ড্রেন নির্মাণ করা হবে। প্রায় ১০০ কিলোমিটার এ সড়কের পাশাপাশি ড্রেন রয়েছে ২১ কিলোমিটার।

#