মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববার ঘরের মাঠ চেজ স্টেডিয়াম নিউইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে হারিয়েছে মায়ামি।
ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ। তবে এদিন ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটিতে একাই ৫ অ্যাসিস্ট ও এক গোল করে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। সকার লিগে এক ম্যাচে এটিই সর্বোচ্চ অ্যাসিস্ট।