বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার দুপুরের পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় তখন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।