বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায়অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ৯ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় পুনরায় সময় বাড়িয়ে এ আদেশ দেওয়া হয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ সোমবার (৬ মে) এ আদেশ দেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় করা মামলার তদন্ত শেষ করতে এ নিয়ে ৭৮ বার সময় নিল সিআইডি।