হ্যাটট্রিক জয়ে সিরিজ টাইগারদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্বের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথ সুগম করে রেখেছিল টাইগাররা  এবার তৃতীয় ম্যাচে রোডেশিয়ানদের রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেন তাওহিদ হৃদয়।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান করেছেন ফারাজ আকরাম।

#