রাফাতে ফের ইসরাইলের অভিযান শুরু

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে
ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণের শহর রাফাতে হামাস বাহিনীর বিরুদ্ধে একটি বড় সামরিক আক্রমণ শুরু করেছে ইসরাইল। যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু হওয়ার একদিন আগে এই অঞ্চলে বেশিরভাগ সহায়তা বন্ধ করে দিয়েছে ইসরাইল।
ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) প্রকাশিত ট্যাঙ্কগুলোর ছবিতে বড় ইসরাইলি পতাকা উড়ছে। ‘আমি গাজাকে ভালবাসি’ লেখা একটি কংক্রিট চিহ্ন গুঁড়িয়ে দিচ্ছে- এমন দৃশ্য দেখা যাচ্ছে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাস বাহিনী রাফাতে এবং সমস্ত গাজা নির্মূল না হওয়া পর্যন্ত এবং জিম্মিদের মুক্তি দেওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে।
সোমবার রাতে হামাস নেতারা কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের দেওয়া একটি যুদ্ধবিরতি চুক্তির সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে ইসরাইলি অভিযান শুরু হয়।
সূত্র : দ্য গার্ডিয়ান

#