আইএমএফের শর্ত বাস্তবায়ন, বাড়ল ডলারের দাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে ব্যাংকের সুদহার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এখন থেকে নিজেদের মতো করে আমানত এবং ঋণের সুদহার নির্ধারণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক গতকাল ঢাকায় আইএমএফ মিশনের সফরের শেষদিনে এ ঘোষণা দিয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক এর নীতি সুদহার, অর্থাৎ ব্যাংকগুলোতে ধার দেওয়ার সুদহার আরও বাড়িয়েছে। একই দিন বিনিময় হারের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করা হয়েছে। ফলে একদিনে এক লাফে ডলারের আনুষ্ঠানিক দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে নেওয়া এসব সিদ্ধান্তের বিষয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং ব্যাংকারদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া পাওয়া গেছে।

প্রজ্ঞাপন জারির আগে গতকাল সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সেখানে বলা হয়, সুদহার এবং ডলারের দর নিয়মিত তদারক করবে কেন্দ্রীয় ব্যাংক। স্মার্ট পদ্ধতিতে এখন সুদহারের সর্বোচ্চ সীমা রয়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। এর চেয়ে যেন অনেক বাড়ানো বা কমানো না হয়। আর নতুন পদ্ধতিতে ডলারের ১১৭ টাকা মধ্যবর্তী দর দেওয়া হয়েছে। এখান থেকে বেচাকেনায় সর্বোচ্চ এক টাকা কম বা বেশি করার বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। এর মানে, ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ এবং সর্বনিম্ন ১১৬ টাকা।

আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে শর্ত পরিপালনের অগ্রগতি যাচাইয়ে একটি টিম ঢাকা সফরে আসে। গতকাল শেষ দিন বিকেলে সংবাদ সম্মেলন করে সুদহার বৃদ্ধি ও ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

#