রিজার্ভ কমে ১৯.৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

বাংলাদেশের রিজার্ভ কমে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ১৩৩ মিলিয়ন ডলার রিজার্ভ কমেছে বলে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

কেন্দ্রীয় ব্যাংকের বুধবারের তথ্য অনুযায়ী, প্রায় একমাস ধরে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে আছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী বৈদেশিক মুদ্রার এই হিসাব করা হয়েছে।

#