প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কিছু উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে জয়ী হয়েছেন যারা :
চেয়ারম্যান পদে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় মো. নিজাম উদ্দীন খান, কুড়িগ্রামের চিলমারীতে রুকুজ্জামান শাহীন, কক্সবাজার সদরে নুরুল আবছার ও কুতুবদিয়াতে ব্যরিস্টার হানিফ বিন কাশেম, দিনাজপুরের বিরামপুরে পারভেজ কবির, ঘোড়াঘাটে কাজী শুভ রহমান চৌধুরী ও হাকিমপুরে কামাল হোসেন রাজ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সফিকুল ইসলাম ও হরিপুরে আব্দুল কাইয়ুম, চাঁদপুর মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তরে মোহাম্মদ মানিক, বগুড়ার সোনাতলায় মিনহাজুজ্জামান লিটন এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাকসুদ হোসেন, হবিগঞ্জ বানিয়াচংয়ে মো. ইকবাল হোসেন খান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলা উদ্দিন, কুতুবদিয়ায় মোহাম্মদ হানিফ বিন কাশেম, সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন, জামালপুর সদরে বাবু বিজন কুমার চন্দ্র, খাগড়াছড়ির মানিকছড়িতে মো. জয়নাল আবেদীন, রামগড়ে বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ফরিদপুর সদরে শামসুল আলম চৌধুরী, মধুখালীতে মোহাম্মদ মুরাদুজ্জামান, চরভদ্রাসনে আনোয়ার আলী, বান্দরবানের সদর উপজেলায় আবদুল কুদ্দুস, আলীকদম উপজেলায় জামাল উদ্দিন, রাজশাহীর তানোরে লুৎফর রহমান, নওগাঁর ধামুইরহার উপজেলায় আজাহার আলী, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একেএম ইসমাইল হক, পাবনার সুজানগর উপজেলায় আব্দুল ওহাব, বেড়ায় রেজাউল হক বাবু, সাঁথিয়ায় সোহেল রানা খোকন, রাজবাড়ীর পাংশা উপজেলায় খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলায় আলিমুজ্জামান চৌধুরী টিটো, মাগুরার সদর উপজেলায় রানা আমিন ওসমান, শ্রীপুর উপজেলায় শরিয়তউল্লাহ মিয়া রাজন, সাতক্ষীরার কালীগঞ্জে শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগরে সাঈদ উজ জামান সাঈদ, নাটোরের সিংড়ায় দেলোয়ার হোসেন পাশা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোমা আক্তার, সরাইলে মো. শের আলম, মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় মোহাম্মদ মনসুর আহমেদ খান জিন্নাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর সদর উপজেলায় দোয়াত কলম মার্কা নিয়ে এস এম বায়েজিদ হোসেন। ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন জিয়াউল আহসান গাজী। অপরদিকে, নাজিরপুর উপজেলায় দোয়াত কলম মার্কা নিয়ে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পিরোজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন তালা প্রতীক নিয়ে রফিকুল ইসলম সুমন।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদ্মফুল মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন শাহানাজ পারভীন শানু। ইন্দুরকানী উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা মার্ক নিয়ে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক দুলাল। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন দিলারা পারভীন লাভলী।