মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস মনোনয়নের এ তথ্য জানিয়েছে।
ঢাকায় অন্যান্য দেশের কূটনীতিকদের চেয়ে মার্কিন রাষ্ট্রদূতেরা অনেকটা বেশিই আলোচনায় থাকেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ডেভিড মিলি প্রায় ১০ বছর আগে ঢাকায় মার্কিন মিশন উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করছেন।