ইরানি চলচ্চিত্র পরিচালকের ৮ বছরের কারাদণ্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

ইরানি চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাঁকে বেত্রাঘাত ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। খবর এপির।
তেহরানের বিপ্লবী আদালতে রাসুলফের বিচার হয়েছে। এসব ট্রাইব্যুনালে বেশির ভাগ ক্ষেত্রেই পশ্চিমাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মামলা পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর আইনজীবী বাবাক পাকনিয়া এ তথ্য জানান।
বাবাক পাকনিয়া বলেন, রাসুলফ ইরানের জনগণের পক্ষে বিবৃতিতে সই করার কারণে এই রায় দেওয়া হয়েছে।
৫১ বছর বয়সি রাসুলফ ইরানের এখনকার প্রধান নির্মাতাদের অন্যতম। এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে তাঁর নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ।

#