শিশুধর্ষণের অভিযোগে ছুট্টু গ্রেপ্তার

: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিশু শ্রেণীতে পড়ুয়া এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দর প্রকাশ ছুট্টু (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল  বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভিকটিম শিশুর বাবা জানান, তার মেয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের (ওসিসিতে) ভর্তি পুলিশের হেফাজতে রয়েছেন।

#