শেখ হাজ্জার মৃত্যুতে আমিরাতের প্রেসিডেন্টের শোক

: সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য এবং রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আত্মীয় শেখ হাজ্জা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুতে আমিরাতের প্রেসিডেন্ট অফিস গভীর শোক প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৯ মে) মৃত্যুর পর এদিনই তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজপরিবারের সদস্যসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
আবুধাবির শেখ সুলতান বিন জায়েদ ফার্স্ট মসজিদে বৃহস্পতিবার বিকেলে রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শোকার্তরা শেখ হাজ্জার জানাজা আদায় করেন। এরপর আল বাতিন কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শেখ হাজ্জাকে আমিরাতের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবেই মূল্যায়ন করা হত। দেশটির প্রেসিডেন্ট থেকে ভিন্ন দেশের কূটনীতিক-রথী মহারথীর সঙ্গে উঠাবসা ছিল।
এ ঘটনার মাত্র কিছুদিন আগে আমিরাতের রাজপরিবারের অপর এক সদস্য শেখ তাহনুনের মৃত্যু হয়। শেখ তানুন আবুধাবির শাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

#